আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ | ৯:৪৭ এএম
কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাতে সংঘটিত এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা পাঁচ রাত ধরে কাশ্মির সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গোলাগুলির জন্য ভারতীয় গণমাধ্যম পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনারা পঞ্চম রাতের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা “সংযত ও কার্যকর”ভাবে এই উসকানির জবাব দিয়েছে।
ভারতীয় সেনাদের দাবি, গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনারা এলওসি সংলগ্ন ভারতীয় চৌকিগুলোতে একাধিকবার গুলিবর্ষণ করেছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই গোলাগুলির ঘটনা ঘটে এমন এক সময়, যখন কয়েকদিন আগে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি অঞ্চলের সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।