ভূমধ্যসাগর থেকে ১২৬ অভিবাসী উদ্ধার | কলিকাল
রবিবার ২২ জুন ২০২৫ ৮ আষাঢ় ১৪৩২ ২৫ জিলহজ ১৪৪৬

রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২, ২৫ জিলহজ ১৪৪৬

ভূমধ্যসাগর থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ | ১:০২ এএম

ভূমধ্যসাগর থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরের লিবিয়া ও মাল্টা উপকূলের কাছে দুটি পৃথক উদ্ধার অভিযানে ১২৬ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি এনজিও এসওএস মেডিটারানের উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং।

ফ্রান্সের বন্দর নগরী মার্সেইভিত্তিক সংস্থাটি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত শনি ও রবিবার অভিযান দুটি পরিচালনা করে ওশান ভাইকিং। শনিবার প্রথম অভিযানে ফাইবারগ্লাসের একটি নৌকা থেকে গাদাগাদি অবস্থায় ৫৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে একজন নারী ও ১০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক।

এসওএস মেডিটারানে জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের কারো শরীরে লাইফ জ্যাকেট ছিল না। উদ্ধার শেষে ওই নৌকার মুখোশধারী চালক দ্রুতগতিতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

ওই দিন সন্ধ্যায় দ্বিতীয় অভিযানে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই কাঠের নৌকা থেকে আরো ৬৭ জনকে উদ্ধার করা হয়।

মাল্টার অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) অঞ্চলে এই অভিযানটি পরিচালনা করা হয়।

ওশান ভাইকিং ওই সময় ইতালির উত্তরাঞ্চলের নির্ধারিত নিরাপদ বন্দর মেরিনা দ্য কারারার দিকে রওনা হচ্ছিল। এই উদ্ধার অভিযানেও উদ্ধার হওয়া অভিবাসীদের কারো কাছে লাইফ জ্যাকেট ছিল না।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপে পৌঁছতে গিয়ে দুই হাজার ৩৬০ জন অভিবাসী ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে, যাদের অধিকাংশই মধ্য ভূমধ্যসাগরীয় পথে ছিল, যেটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুট হিসেবে পরিচিত।

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ জনের বেশি অভিবাসী এ রুটে প্রাণ হারিয়েছে।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930