কোনো মহামানবকে দেশের দায়িত্ব দেওয়ার জন্য এতো লড়াই-সংগ্রাম করেনি দেশের মানুষ | কলিকাল
শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ ১৬ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জিলহজ ১৪৪৬

কোনো মহামানবকে দেশের দায়িত্ব দেওয়ার জন্য এতো লড়াই-সংগ্রাম করেনি দেশের মানুষ

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ | ৯:২৬ পিএম

কোনো মহামানবকে দেশের দায়িত্ব দেওয়ার জন্য এতো লড়াই-সংগ্রাম করেনি দেশের মানুষ

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য দেশের মানুষ লড়াই-সংগ্রাম এবং এত ত্যাগ স্বীকার করেনি।

আজ সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিত্র শরিক ন্যাপ-ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) সঙ্গে বিএনপির পৃথক বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে। তবে তিনি এও বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সেরে ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন হবে, তারপরে নয়। গত সপ্তাহে আর্থনা সামিটে অংশ নিতে দোহা সফরে গিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) রাতে সেই সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা যে জনগণের কথা বলেছেন, ‘সেই জনগণ কারা’- তা নিয়ে প্রশ্ন তোলেন আমীর খসরু। তিনি বলেন, এখানে বলা হচ্ছে, জনগণ। জনগণ বলতে কারা? এই জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী, সুবিধাভোগী- যারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্র ও নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো দেশি বিশেষ সুবিধাভোগীরা গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে- এটা তো কারো বুঝতে কোনো অসুবিধা নেই।

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, বিগত ১৬ বছরের যুদ্ধটা ছিল বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার অর্ডারটা, জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য এ দেশের মানুষ লড়াই-সংগ্রাম করেনি, এত ত্যাগ স্বীকার করেনি। আর কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই।

তিনি বলেন, বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, যারা ফ্যাসিবাদ অবসানে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, আমাদের সাথে যারা রাস্তায় ছিল, ইতোমধ্যে এমন ৫০টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে, ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। তারা সাথে সাথে এও বলেছে, যে সংস্কারগুলোতে ঐকমত্য হবে- সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বলা হোক।

বৈঠকে ন্যাপ-ভাসানীর ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম। আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মশিউজ্জামান বৈঠকে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ ছাড়া বিপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা আকতার দলের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রথম দুটি বৈঠকে বিএনপির পক্ষে আমীর খসরুর সঙ্গে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930