তথ্য ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ | ৯:১৮ পিএম
ছবি ডিজাইন : দৈনিক কলিকাল
যুক্তরাষ্টের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আনুষ্ঠানিক লাইসেন্স পেয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ লাইসেন্স অনুমোদন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২৫ মার্চ “NGSO-Satellite Services Operator in Bangladesh” শীর্ষক গাইডলাইন জারি করে। এরপর স্টারলিংক প্রয়োজনীয় ফি ও কাগজপত্রসহ বিটিআরসিতে আবেদন করে। ২১ এপ্রিল কমিশনের ২৯৪তম সভায় নীতিগতভাবে স্টারলিংককে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট খাতে নতুন যুগের সূচনা করলো। শ্রীলঙ্কার পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ যেখানে স্টারলিংক সেবা চালু করছে।