নকশাবহির্ভূত ও রুফটপ রেস্টুরেন্টগুলোর ট্রেড লাইসেন্স বাতিল | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

নকশাবহির্ভূত ও রুফটপ রেস্টুরেন্টগুলোর ট্রেড লাইসেন্স বাতিল

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ | ৭:২২ পিএম

নকশাবহির্ভূত ও রুফটপ রেস্টুরেন্টগুলোর ট্রেড লাইসেন্স বাতিল

নকশাবহির্ভূত রেস্টুরেন্ট ও রুফটপ রেস্টুরেন্টগুলোর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ সোমবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজউক অনুমোদিত নকশায় রেস্টুরেন্টের অনুমোদন না থাকলেও অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবনের ভেতরে অবৈধভাবে রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। পাশাপাশি ভবনের ছাদে নিয়ম না মেনে রুফটপ রেস্টুরেন্ট চালানো হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ।

ডিএসসিসি জানিয়েছে, অনেকে অনৈতিকভাবে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এ অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। পরিস্থিতি বিবেচনায়, বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে সব নকশাবহির্ভূত রেস্টুরেন্ট ও রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।

ডিএসসিসি সতর্ক করে জানিয়েছে, বাতিল করা লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930