বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ | ৪:২১ পিএম
ছবি : সংগৃহীত
ছোটবেলা থেকেই নাচ শিখেছেন, মডেলিং থেকে ধীরে ধীরে বড়পর্দা। ক্যারিয়ারের শুরুতেই বিজ্ঞাপনচিত্রে ব্রেক পেয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করে। এবার রঙিন পর্দায় সুবাস ছড়াতে চান নিদ্রা নেহা। কিন্তু তার আগেই বাবাকে বিপাকে পড়েছেন হালের এ তরুণ অভিনেত্রী।
বেশ কিছু দিন ধরেই নেহার বাবা অসুস্থ। চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু নানা জটিলতায় সেটি নিয়ে সংশয় দেখা দেয়। যে কারণে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভ হাজির হয়ে কাঁদলেন নেহা। কাঁদতে কাঁদতে তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসকরা দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য রওয়ানা হয়েছিলেন। তবে কাগজপত্র ঠিক নেই দাবি করে বিমানবন্দরে আটকে দেয়া হয় তাদের।
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নেহা জানান, তার সরকারি কর্মকর্তা বাবার এনওসির (নো অবজেকশন লেটার) মেয়াদ ছিল না। সেজন্য তাদের আটকে দেয়া হয়েছিল।
ওই ভিডিওতে নেহা বলেন, আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়। সেসময় এনওসি নেয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এ পারপাসে নেয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানান রুলসের কথা শোনাচ্ছে। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেয়া। বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে।
সব জটিলতা কাটিয়ে অবশেষে রোববার (২৭ এপ্রিল) বাবাকে নিয়ে ভারতে রওয়ানা হবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন নেহা। তিনি বলেন, এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। বাবাকে নিয়ে রওয়ানা হবো।
এর আগে শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় একদিন শুটিং করার পর সেটি থেকে বাদ পড়েন নেহা। এভাবে বাদ দেয়াটাকে অপেশাদার আচরণ বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগীতায় ২০২০ সালে অংশ নেয়ার মধ্য দিয়ে শোবিজে নাম লেখান নেহা। এরপর বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়ও। ২০২৪ সালে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’।