কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ | ১:২৭ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ৪ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১২ পুলিশ সদস্য ও রবিউল নামে এক যুবলীগ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলাসহ যাত্রাবাড়ি, রামপুরা এবং মিরপুরের গণহত্যার মামলায় আজ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য রয়েছে৷
এসব মামলায় আরও যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন-ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা, এস আই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এবং কনস্টেবল মুকুলকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এর বাইরে নরসিন্দী যুবলীগ নেতা রবিউল ইসলামাকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে।