দুর্ধর্ষ এজেন্টের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

হলিউড

দুর্ধর্ষ এজেন্টের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ | ৮:৪৪ এএম

দুর্ধর্ষ এজেন্টের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া

ছবি : সংগৃহীত

হলিউডে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হেডস অব স্টেট’-এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। ছবিটি প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। রোমাঞ্চ, রসিকতা আর অ্যাকশনে ঠাসা এ ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি এবার এক দুর্ধর্ষ এম আই ৬ এজেন্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এরইমধ্যে অ্যামাজনের প্রাইম ভিডিওর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় ছবিটির ট্রেলার।

প্রকাশিত ট্রেলারে দেখা যায়, কিছু অপ্রত্যাশিত, ট্র্যাজিক-কমেডি ঘটনার দৃশ্য। যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বুঝতে পারেন যে তারা একটি গভীর ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছেন এবং তাদের বিমান মাঝ আকাশে হামলার শিকার হয়েছে। যদিও তারা শেষ পর্যন্ত বেঁচে যান, কিন্তু পৃথিবীকে রক্ষার জন্য সে সময় তাদের নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে কাজ করতে হয়।

এরপর ট্রেলারের একপর্যায়ে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। যিনি একাই মুখোশধারী বন্দুকধারীদের সঙ্গে মোকাবিলা করেন এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বলেন, অনেক মানুষ আপনাদের মারতে চায়। আমার মিশন হলো আপনাদের এ মহাদেশের সবচেয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়া। আর এভাবেই এগোতে থাকে সিনেমার কাহিনি। ইলিয়া নেইশুলার পরিচালনায় নির্মিত এই সিনেমায় প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করেছেন জন সিনা (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট), ইদ্রিস এলবা (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী), স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কুয়েড এবং সারা নাইলসসহ আরও অনেকে। ‘হেডস অব স্টেট’ সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় চলতি বছরের ২ জুলাই প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

এদিকে বলিউডে দীর্ঘ ৬ বছর পর মহেশ বাবুর বিপরীতে এস এস রাজামৌলির ‘এস এস এমবি ২৯’ সিনেমায় কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া অভিনেত্রীর আসন্ন আরও দুটি কাজ রয়েছে। সেগুলো হলো দ্য ব্লাফ ও সিটাডেল সিজন ২।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930