কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ | ৮:৩৪ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই।
রোববার (২৭ এপ্রিল) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আমরা দেশে বাকশাল করতে যাচ্ছি না। সবাইকে যে একমত হতে হবে, এটা যারা চিন্তা করে- এটা তো একটা বাকশালী চিন্তা। যেটা শেখ হাসিনা করেছিলেন।
বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দর্শন, চিন্তা-ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, যেখানে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে, সেটা আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐকমত্য হয়েছে, সে বিষয়গুলো কেনো জাতির সামনে তুলে ধরা হচ্ছে না- এটাই প্রশ্ন।
তিনি বলেন, আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না, কোথায় ঐকমত্য হয়েছে। আমি বলবো, জাতিকে জানান কোথায় ঐকমত্য হয়েছে? জাতি জানুক এবং ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদে সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাই। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই।