ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ | ৬:৫৪ এএম
ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান।
বার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।
এতে আরও বলা হয়, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের যেকোনো অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথভাবে পুনরায় কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ইউআইইউ কর্তৃপক্ষের আগামী নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।