নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ | ৭:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিরসনের পক্ষে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দুই দেশ চাইলে বাংলাদেশ তাদের মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত।
আজ রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার—আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা চাই। আমরা জানি, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ভালো নয়। তবে আমরা চাই না, এই অঞ্চলে কোনো বড় সংঘাত তৈরি হোক যা এখানকার মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।”
মধ্যস্থতার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “এই মুহূর্তে আমি মনে করি না আমাদেরকে মধ্যস্থতার ভূমিকা নেওয়া উচিত। আমরা চাই, তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করুক। যদি তারা আমাদের সহায়তা চায়, তবে আমরা অবশ্যই তাদের সাহায্যে যাব। কিন্তু এখন আমাদের পক্ষ থেকে আগবাড়িয়ে কিছু করা উচিত হবে না।”
আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা চাইব তারা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলুক।