ইসরায়েলের পথে হাঁটছে ভারত : সিনেটর সিদ্দিকি | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

ইসরায়েলের পথে হাঁটছে ভারত : সিনেটর সিদ্দিকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ | ৩:৫৮ পিএম

ইসরায়েলের পথে হাঁটছে ভারত : সিনেটর সিদ্দিকি

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পার্লামেন্টারি নেতা ও সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকি মন্তব্য করে বলেছেন, ভারত এখন ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে।

তিনি অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো তৈরি করার চেষ্টা করছেন। খবর জিও নিউজের।

ইরফান সিদ্দিকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতকে গণতান্ত্রিক সনদ হারানোর জন্য দায়ী করেন। তিনি বলেন, ভারত এখন মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযজ্ঞের মাঠে পরিণত হয়েছে।

সিনেটর সতর্ক করে বলেন, যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান ‘টিট-ফর-ট্যাট’ প্রতিক্রিয়া জানাবে।

সিনেটর সিদ্দিকি আরও বলেন, যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাঁধ নির্মাণের চেষ্টা করে, তবে এটি যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তদন্ত ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।

পাকিস্তান এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানিয়েছে, পানি পাকিস্তানের প্রাণরসায়ন এবং এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে।

এদিকে হামলার ঘটনায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। সংগঠনটি ভারতীয় অভিযোগগুলিকে ‘ভিত্তিহীন’ ও ‘আগে থেকেই করা’ বলে মন্তব্য করেছে।

টিআরএফ জানিয়েছে, হামলাটিকে তাদের সাথে যুক্ত করার প্রচেষ্টা একটি ‘অসৎ প্রচারণা’ যার লক্ষ্য কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে নষ্ট করা। হামলার পর টিআরএফের ডিজিটাল চ্যানেলে একটি হামলার দায় স্বীকারের একটি পোস্ট প্রকাশিত হয়েছিল। সেই পোস্টকে সংগঠনটি দাবি করছে, সাইবার আক্রমণের ফলে এটি হয়েছে।

টিআরএফ আরও জানায়, তাদের অভ্যন্তরীণ নিরীক্ষায় ‘রাষ্ট্র-সমর্থিত ডিজিটাল আক্রমণ’ শনাক্ত হয়েছে, যা ভারতীয় সাইবার গোয়েন্দাদের দ্বারা পরিচালিত হতে পারে।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930