আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ | ৮:১৬ এএম
ছবি : সংগৃহীত
গাজা নিয়ে ইসরায়েলে সঙ্গে কয়েক বছর যুদ্ধবিরতিতে সম্মত হলেও অস্ত্র ছাড়তে রাজি নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
শনিবার (২৬ এপ্রিল) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ফিলিস্তিনের এই ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর নেতারা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় নিয়ে আয়োজিত বৈঠকে এ কথা বলেন।
আলোচনায় অংশ নেয়া একটি ঘনিষ্ঠ সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামাস তাদের প্রস্তাবের পক্ষে মধ্যস্থতাকারীদের সমর্থন গড়ে তুলতে আশাবাদী।
সূত্র আরো জানায়, যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং সকল বন্দির মুক্তির বিনিময়ে হামাস পাঁচ থেকে সাত বছরের একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।
হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ আমরা প্রত্যাখ্যান করছি না, আমরা কাঠামোর মধ্যে এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। যুদ্ধ শেষ করার যে কোনো গঠনমূলক প্রস্তাবের প্রতি আমাদের সম্মতি আছে।
তবে নোনো ইসরায়েলের একটি মূল দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। যেখানে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছিল। ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণ চাইছে।
নোনো বলেন, ‘আমাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না, দখলদারিত্ব যতদিন থাকবে এই অস্ত্র আমাদের হাতেই থাকবে।’
যদিও হামাসের প্রতিষ্ঠাকালীন সনদে ইসরায়েলের ধ্বংসের আহ্বান জানানো হয়েছে। তবে অতীতে তারা ইঙ্গিত দিয়েছিল যে, ইসরায়েলি দখলদারিত্বের অবসানের বিনিময়ে তারা একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।
মঙ্গলবার জেরুজালেমে হাসকেল বলেন, ‘হামাস যদি অবশিষ্ট ৫৯ জন জিম্মিকে মুক্তি দিত এবং অস্ত্র সমর্পণ করত, তবে যুদ্ধ আগামীকালই শেষ হত।’
সূত্র: রয়টার্স