তৃতীয় দফায় নিষিদ্ধ হচ্ছেন তাওহীদ হৃদয় | কলিকাল
শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ ১৬ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জিলহজ ১৪৪৬

তৃতীয় দফায় নিষিদ্ধ হচ্ছেন তাওহীদ হৃদয়

ক্রীড়া প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ | ১০:২৩ পিএম

তৃতীয় দফায় নিষিদ্ধ হচ্ছেন তাওহীদ হৃদয়

ছবি : সংগৃহীত

তাওহিদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির ইনচার্জ ও বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটির সদস্য অভি আবদুল্লাহ আল নোমান।

তিনি জানিয়েছেন, শাস্তি মেনে না নেওয়ায় ম্যাচশেষে শুনানিতেও যাননি তাওহিদ। অভি আবদুল্লাহ বলছিলেন, ‘আম্পায়ারের সঙ্গে হতাশা প্রকাশ এবং ম্যাচ শেষে ডাকা হলেও শুনানিতে না যাওয়ায় তাওহিদকে ম্যাচ রেফারি এই শাস্তি দিয়েছেন।’

আজকের একটিসহ সব মিলিয়ে এই মুহূর্তে তাওহিদের নামের পাশে যোগ হয়েছে আট ডিমেরিট পয়েন্ট।

চলতি ডিপিএলের বাইলজ অনুযায়ী, ৮-১১ ডিমেরিট পয়েন্টের জন্য রয়েছে চার ম্যাচের নিষেধাজ্ঞা। সে হিসেবে আগামী পরশু অলিখিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে ম্যাচে খেলতে পারার কথা নয় তাওহিদের। যেটি বড় ধাক্কা হবে দলটির জন্য।

এই দুঃসংবাদের আগে অবশ্য দারুণ এক দিন কাটিয়েছে মোহামেডান।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ বলে ৪ উইকেটের রোমাঞ্চকর এক জয়ই পেয়েছে দলটি। শেষ ওভারে ১২ রানের সমীকরণ মিলিয়ে মোহামেডানকে এই জয় এনে দেন নাসুম আহমেদ। মোহামেডান হারলে অবশ্য কালই শিরোপা উৎসব করে ফেলতে পারত আবাহনী। কারণ বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের কাজটা গুছিয়ে রেখেছিল।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930