কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ | ৪:১৪ পিএম
ছবি : ফেসবুক থেকে নেওয়া
ফেসবুকে নানা বিষয়ে ছবি পোস্ট করে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে ‘সচেতনতার ফেরিওয়ালা’খ্যাত হয়েছেন সাঈদ রিমন। এবার তিনি অসাম্প্রদায়িক চেতনায় ‘বাংলাদেশ মলম পার্টি (বামপা)’ নামের একটি দল ঘোষণার পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি আবার ‘দল মত নির্বিশেষে সম আচরণ করার প্রত্যয়ে’ মানুষকে যোগ দেওয়ার কথাও বলছেন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিমন এই মজাদার পোস্টারটি শেয়ার করেন।
পোস্টারে ‘বামপা’র কার্যক্রমের ঠিকানা হাস্যরসাত্মকভাবে উল্লেখ করে লেখা হয়, ‘বক্তৃতা বিকালে… (বামপা) প্রধান কার্যালয়, জায়গামত, বাজার রোড, ধর্মতলা, বরগুনা.. পার্টির চেয়ারম্যান এর শ্বশুরবাড়ি… আন্তর্জাতিক কার্যালয়, রিমন মনজিল, পিটিআইসড়ক, বরগুনা।’
পোস্টারটি ফেসবুকে শেয়ার হওয়ার পর থেকে অনেকেই বিভিন্ন কমেন্ট করছেন। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ বলছেন, এইবার ঠিক আছে। কেউ আবার শাখা কমিটির সভাপতির পদ চাইছেন।
এ প্রসঙ্গে কালের কণ্ঠকে রিমন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ফেসবুক ও অন্যান্য মাধ্যমের মাধ্যমে মানুষকে নানা বিষয়ে সচেতন করে আসছি—মলম পার্টির অপব্যবহার থেকে শুরু করে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কাজ করছি। সাম্প্রতিক সময়ে দেশে নতুন নতুন দল গঠনের যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটিকে মজার ছলে তুলে ধরতেই এই পোস্টার তৈরি করি। আমার লক্ষ্য সহজ—হাস্যরসের মোড়কে মানুষকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া।’
তিনি আরও যোগ করেন, ‘অনেকেই হয়তো পোস্টারটি দেখে হাসবেন, কিন্তু এর মধ্য দিয়ে আমি একটি বড় বার্তা দিতে চাই।
আমাদের সমাজে যেকোনো অযাচিত ঘটনাকে স্বাভাবিকভাবে নেওয়ার প্রবণতা আছে। মজা করেও যদি মানুষ একটু ভাবতে শুরু করেন, তাহলে আমার প্রচেষ্টা সার্থক।’
রিমনের এই উদ্যোগকে অনেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি অনন্য মাধ্যম হিসেবে দেখছেন। মাসুদ রানা লিখেছেন, অভিনন্দন (বিএমপি)। তুহিন মোল্লাহ লিখেছেন, এইবার ঠিক আছে।