আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ | ৩:২৭ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) তিনি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর একদিন আগে, শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৩ সালে তিনি রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি ফ্রান্সিস ছিলেন প্রথম পোপ যিনি ইউরোপীয় নন এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা থেকে নির্বাচিত হন।