কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ | ৩:২৩ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার প্রস্তাবে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি স্পষ্টভাবে জানিয়েছে, তারা সংসদ ও রাষ্ট্রপতির বর্তমান পাঁচ বছরের মেয়াদই বহাল রাখতে চায়।
শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যবর্তী অংশ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা জানান।
ডা. তাহের বলেন, “সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করা। আমরা এর সঙ্গে দ্বিমত জানিয়েছি। আমরা চাই সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছরই থাকুক।”