কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ | ১:২১ পিএম
ছবি : দৈনিক কলিকাল
টাঙ্গাইলে চলছে ঐতিহ্যবাহী জামাই মেলা। শুক্রবার সদর উপজেলার রসুলপুরে শুরু হয়েছে দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই মেলা। যাকে কেন্দ্র করে অন্তত ৩০ গ্রামে মেয়েরা তাদের জামাইকে নিয়ে বাবার বাড়ি এসেছে। আর জামাইকে বরণ করে নিতে শ্বশুর-শাশুড়িরাও আগে থেকেই নেন নানা প্রস্তুতি।
শুক্রবার সকাল থেকেই টাঙ্গাইলের রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। মাছ ,মিষ্টান্ন খেলনাসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দেড়’শ বছরের প্রচলিত রীতি অনুযায়ী মেলার সময় শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে টাকা দেন। সেই টাকার সঙ্গে জামাইরা তাদের টাকা দিয়ে মেলা থেকে শ্বশুরবাড়ির সবার জন্য বাজার করেন। মেলাটি সবাই খুব উপভোগ করেন।
প্রতি বছর ১১, ১২ ও ১৩ বৈশাখ রসুলপুরে তিনদিন ধরে চলে এই মেলা। স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে আশপাশের ৩০ গ্রাম থাকে উ’ৎসব মুখর।
টাঙ্গাইল ছাড়াও বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে স্টল বসান ব্যবসায়ীরা। মেলার তিন দিনে দুই কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের।