কলিকাল ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ | ৪:১৪ পিএম
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকার দেশের কারখানাগুলোতে নির্বিঘ্নে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই যাতে পর্যাপ্ত গ্যাস আনা যায়।’
প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে তিনি বলেন, ‘আমি বলব এটি সবচেয়ে সফল এবং অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি।’
এই সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেন শফিকুল আলম। তিনি বলেন যে এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবে।