কলিকাল ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ | ৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার থেকে সরাসরি ইতালির রাজধানী রোমের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ড. মুহাম্মদ ইউনূস কাতার ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার বাইরে প্রধান উপদেষ্টার অন্য কোনো ধরনের বৈঠক সেখানে নেই। আসছে রোববার (২৬ এপ্রিল) তার দেশে ফিরবেন তিনি।