শিক্ষা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ | ৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ঈদ-উল-আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০% উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫% উৎসব ভাতা পেয়ে থাকেন। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।
এ বিষয়ে ২১ এপ্রিল অর্থ সচিবকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার মূল বেতনের ৫০% উৎসব ভাতা প্রদানের চূড়ান্ত অনুমোদনের অনুরোধ করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল অর্থ উপদেষ্টা ও সচিব দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।