ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ | ৩:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারিং ও তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে তামিম ইকবালের ডাকে মিরপুরে জরুরী মিটিংয়ে ক্রিকেটাররা।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টা নাগাদ শুরু হওয়া মিটিং এখনও চলমান।
ডিপিএলে আবাহনীর সঙ্গে ম্যাচে এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে ফিল্ড আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান তাওহীদ হৃদয়। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের কাছেও আম্পায়ার নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তিনি। যে কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় মোহামেডান অধিনায়ককে।
কিন্তু চাপের মুখে একম্যাচ পরেই বাইলজে পরিবর্তন আনে বিসিবি। ফলে হৃদয়ের নিষেধাজ্ঞা কার্যকর হয় ১ ম্যাচের জন্যই। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় বোর্ডকে। পরবর্তীতে আবারও ১ ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়। খেলতে পারবেন না গাজীর বিপক্ষে ম্যাচ।
এই ইসুতে শুক্রবার সকালে জরুরি সভা ডাকেন তামিম ইকবাল। যেখানে মোহামেডান ছাড়াও উপস্থিতি আছেন অন্য ক্লাবের ক্রিকেটাররা। জানা গেছে, মিটিং শেষে গণমাধ্যমে ব্রিফ করবেন তারা।