ইসরাইলে ভয়াবহ দাবানল : পুড়ে ছাই ২৫০০ একর জমি | কলিকাল
রবিবার ২২ জুন ২০২৫ ৮ আষাঢ় ১৪৩২ ২৫ জিলহজ ১৪৪৬

রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২, ২৫ জিলহজ ১৪৪৬

ইসরাইলে ভয়াবহ দাবানল : পুড়ে ছাই ২৫০০ একর জমি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ | ৩:৫০ পিএম

ইসরাইলে ভয়াবহ দাবানল : পুড়ে ছাই ২৫০০ একর জমি

ছবি : সংগৃহীত

ইসরাইলের বিভিন্ন জায়গায় হঠাৎই সৃষ্টি হয়েছে তীব্র দাবানলের। জানা গেছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণেই এই দাবানল সৃষ্টি হয়। এতে এরইমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল  জানিয়েছে, প্রায় ২০ ঘণ্টা পর বেইত শেমেশের কাছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।

পরিস্থিতি মূল্যায়নের পর স্থানীয় অগ্নিনির্বাপণ-বিষয়ক কমিশনার ইয়াল ক্যাসপি বলেছেন, ‘ঘটনাটি (দাবানল) নিয়ন্ত্রণে আছে… আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি শেষ বা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’

পরিষেবাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিনির্বাপক বিমানের সহায়তায় ১০০টিরও বেশি দল বাকি পাঁচটি স্থানে (২০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলা) আগুন নেভানোর জন্য কাজ করছে। ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং সকল রাস্তা পুনরায় খুলে দেয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, দাবানলে ইসরাইলে প্রায় ২,৫০০ একর জমি পুড়ে গেছে। যদিও তার আগে কেকেএল-জেএনএফ অনুমান করেছিল, এই সংখ্যা ১,৭০০ একর হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জানা যায়, বেইত শেমেশ এলাকায় আগুনের কারণে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা (রুট ৩৮) বন্ধ করে দিয়েছে।

জানা যায়, আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুমের কাছে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায়।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এ আগুনে ৯ জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দু’জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930