কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ | ২:০৩ পিএম
ছবি : সংগৃহীত
সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে অভিনব পন্থায় সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দ করেছে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় আলীম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীর পরিধানের কাপড়ে গলানো এসব স্বর্ণ জব্দ করা হয়। আটককৃত আলীম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
ধারণা করা হচ্ছে, স্বর্ণগুলোর ওজন ১ কেজি হতে পারে ও দামও হতে পারে কোটি টাকার বেশি।