কলিকাল ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ | ১১:০৫ পিএম
ছবি : সংগৃহীত
বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক থাকায় অবশেষে তা কমিয়ে এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪৭তম বিসিএস থেকে ভাইভা হবে ১০০ নম্বরের ওপর। এর আগে এটি ছিল ২০০ নম্বরের। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের অভিযোগ ছিল, এই ২০০ নম্বরের ভাইভায় হয় পক্ষপাত, হয় তদবির। ফলে অনেক মেধাবী চাকরি প্রত্যাশী অবিচার ও হতাশার শিকার হন।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রয়োজন মনে হলে ভাইভার নম্বর আরও কমিয়ে ৫০ করা হতে পারে। এ বিষয়ে কমিশন পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভাইভায় নম্বর কমানো হলে লিখিত পরীক্ষার গুরুত্ব বাড়বে, যাতে মেধার যথার্থ মূল্যায়ন সম্ভব হবে।
একই সম্মেলনে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা জানান, ৪৯তম বিসিএস থেকে চালু হতে যাচ্ছে একেবারে নতুন সিলেবাস। তিনি বলেন, শুধু বিসিএস নয়, এ সিলেবাস আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও প্রার্থীদের উপযোগী করে তুলবে। নতুন সিলেবাস প্রণয়নে দ্রুত কাজ চলছে বলে জানান তিনি।
এছাড়া সংবাদ সম্মেলনে বিসিএসের পরীক্ষাগত জট, মৌখিক পরীক্ষার গতি বাড়ানো, প্রশ্নফাঁস রোধ এবং আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবির ব্যাপারেও পিএসসির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হয়। পিএসসি ভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পিএসসির এই সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে নম্বর কমিয়ে দিলে মৌখিক পরীক্ষায় পরীক্ষকের পক্ষপাতিত্ব একেবারে বন্ধ হবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।