পাকিস্তানের আকাশে ভারতের বিমান প্রবেশ নিষেধ | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

পাকিস্তানের আকাশে ভারতের বিমান প্রবেশ নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ | ১০:০০ পিএম

পাকিস্তানের আকাশে ভারতের বিমান প্রবেশ নিষেধ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের চরম উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে। হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত যে কড়া ভাষায় পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে, তার পাল্টা প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার ইসলামাবাদও একাধিক প্রতিক্রিয়াশীল ও দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত ঘোষণা করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে আয়োজিত জাতীয় নিরাপত্তা কমিশনের জরুরি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সিমলা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি ওয়াঘাহ সীমান্ত অবিলম্বে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না- এমন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

এছাড়াও, ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ বা ভারত থেকে রপ্তানিও নিষিদ্ধ করা হয়েছে।

সার্কভুক্ত দেশগুলোর জন্য প্রযোজ্য বিশেষ ভিসা সুবিধা থেকেও ভারতকে বাদ দিয়েছে পাকিস্তান। যেসব ভারতীয় নাগরিক এই বিশেষ ভিসা সুবিধার আওতায় পাকিস্তানে অবস্থান করছেন, তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানে কর্মরত ভারতীয় সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা সংখ্যা ৩০ জনে সীমিত করার সিদ্ধান্ত, যা ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।

পাকিস্তান এই পদক্ষেপগুলোকে ‘প্রতিরক্ষামূলক ও সার্বভৌম মর্যাদার প্রতিফলন’ হিসেবে বর্ণনা করেছে। বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে জানানো হয়েছে, “যদি ভারত পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে, এবং জবাবও সেইভাবেই দেওয়া হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার জম্মু-কাশ্মিরের পেহেলগামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ জন। ভারত দাবি করেছে, হামলাকারীদের মধ্যে একাধিক পাকিস্তানি নাগরিক রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে উদ্বেগ বাড়ছে। দক্ষিণ এশিয়ায় পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধংদেহী মনোভাব, আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: আলজাজিরা, ডন নিউজ, ইন্ডিয়া টাইমস

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930