বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ | ৬:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
গেল ঈদে দেশে অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জংলি’। মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে সিনেমাটি। সব শো হাউসফুল যাচ্ছিল। শো কম থাকায় অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন প্রথমদিকে। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আরো বাড়ানো হয় প্রদর্শনীর সংখ্যা। এমনকি এখনো অনেকে জংলি দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। মুক্তির এতোদিন পরও কেবল সিনেপ্লেক্সেই চলছে সিনেমাটির ২১টি শো।
দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করে এবার কানাডা, আমেরিকা ও ইউকে’র ৪০টি থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমা জংলি। ২৫ এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার ৫টি,আমেরিকার ২৮টি ও ইউকে’র ৭টি থিয়েটারে চলবে জংলি।
ইউকে’তে স্বপ্ন স্কেয়ারক্রো-এর সঙ্গে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।
মূলত, তিন দেশের মোট চল্লিশটি শহরের চল্লিশটি বিশ্বখ্যাত চেইন থিয়েটারে জংলি মুক্তি পাচ্ছে।