কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ | ৫:৪২ এএম
টেকনাফ সীমান্তবর্তী নাফ নদী থেকে বাংলাদেশের দুই জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি । বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বগার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত দুই জেলে হলেন—হোয়াইক্যংয়ের বালুখালি এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) এবং রশিদ আহমদের ছেলে আবুল কালাম (৪০)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহাফুজ জানান, “নাফ নদীতে মাছ ধরতে গেলে প্রায় সময় জেলেরা আরাকান আর্মির মুখোমুখি হন। তারা নৌকা, জাল, এমনকি মানুষ ধরে নিয়ে যায়। আমরা খুবই আতঙ্কে থাকি।”