কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ | ৮:২৫ পিএম
ছবি : সংগৃহীত
মাদকের টাকার জন্য বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অপরাধে ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় দেন।
কারাদণ্ড প্রাপ্ত আসামি মো. সুমন (৩৪) হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ির তাজুল ইসলামের (৬৫) ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুমন মাদকাসক্ত হয়ে পড়ায় সুমনকে তার পরিবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা করায়। এরপরেও তিনি মাদক ছাড়েনি।
২০১৮ সালের ৩ জুন বিকেলে মাদকের জন্য টাকা না দেওয়ার পূর্বের রেশ ধরে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন খালের মধ্যে সুমন তার বাবা তাজুল ইসলামকে ধারালো দা দিয়ে পেটে এবং পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর বাড়ির লোকজন তাজুল ইসলামকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তাজুল ইসলামের মেয়ে হালিমা বেগম পাখি বাদী হয়ে সুমনকে হত্যা মামলার আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা হওয়ার পর ১১ জুন পুলিশ সুমনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।
৭ বছর যাবত চলা এই মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামি তার অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আসামির উপস্থিতিতে এই রায় দেন।