কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ | ৫:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।
আজ বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। একই দিন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মেও বার্তাটি প্রকাশ করা হয়।
ড. ইউনূস তার বার্তায় লেখেন, ‘কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার ফলে প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।’
এদিকে একই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসারন এলাকায় পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। ভয়াবহ ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের দুই বিদেশি পর্যটকও রয়েছেন।
ঘটনার পরপরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরে আসেন।