কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ | ১:১২ পিএম
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ব্যাপক ও সুদূরপ্রসারী প্রস্তাবনা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। এই কমিশন সম্প্রতি সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা এবং পেনশন চালুর সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করেছেন।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। শ্রম সংস্কার কমিশন ২০২৪ সালের ১৭ নভেম্বর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যেখানে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে মোট ১০ সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা হওয়া সত্ত্বেও বাংলাদেশে এই পেশায় নিয়োজিত ব্যক্তিরা এখনও সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় আসেননি। বর্তমান শ্রম আইনে তাদের সুরক্ষা সীমিত এবং অনেকক্ষেত্রে প্রযোজ্য নয়। এ কারণে কমিশন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (কন্ডিশন অব সার্ভিস) অ্যাক্ট, ১৯৭৪’-এর আদলে একটি পৃথক আইন প্রণয়নের সুপারিশ করেছে। বিকল্পভাবে, বিদ্যমান শ্রম আইনে একটি পৃথক অধ্যায় যুক্ত করে তাদের অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে।