বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ | ৮:৪০ এএম
ছবি : সংগৃহীত
ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে গ্রেফতারও করেছিল গোয়েন্দা পুলিশ।
শুধু তাই নয়, কারাগারে থাকাকালীন তাকে হেনস্থা করা হয়েছে বলেও দাবি ওই অভিনেত্রীর। হেনস্থার হাত থেকে রেহায় পাননি অভিনেত্রীর বাবা-মাও। আর এ ঘটনার মূলহোতা ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলু। তবে গুরুত্বর এ অপরাধে ওই কর্মকতাও গ্রেফতার করা হয়েছে। দেশটির অন্যতম গণমাধ্যম দ্যা স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) হায়দরাবাদের কাছের রঙ্গরেড্ডি জেলার মইনাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলুকে গ্রেফতার করেছে সিআইডি।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপির সরকারে গোয়েন্দা প্রধান ছিলেন পিএসআর অঞ্জনেয়ুলু। এমনকি রাজ্যেল সাবেক মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন তিনি। ইতোমধ্যেই এ ঘটনায় তিন আইপিএস কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে। পরে মামলার তদন্তে অঞ্জনেয়ুলুর মইনাবাদের বাসভবনে তল্লাশি অভিযান চালায় সিআইডি।
গত বছর অগস্ট মাসে অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানি পুলিশ এবং ওয়াইএসআরসিপি নেতা ও চলচ্চিত্র প্রযোজক কেভি বিদ্যাসাগর রাওয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিনেত্রীর অভিযোগ, তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যে মামলা করেছেন বিদ্যাসাগর রাও।
এদিকে মিথ্যা মামলা দায়েরের পর রাজ্যের গোয়েন্দা পুলিশ ওই অভিনেত্রীকে গ্রেফতার করে। পরে ৪০ দিন কারাগারে থাকার পর আদালত তার জামিন মঞ্জুর করেন।
কাদম্বরী জেঠওয়ানির অভিযোগ, তাকে কীভাবে গ্রেফতার করা যায় অথবা এ মামলায় আর কাউকে ফাঁসানো যাবে কি না- এগুলো সব পরিকল্পনা করেছেন সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলু। সূত্র: দ্যা স্টেটসম্যান