শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার আহ্বান | কলিকাল
শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ ১৬ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জিলহজ ১৪৪৬

শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার আহ্বান

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ | ১০:৪১ পিএম

শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার আহ্বান

২৪-এ জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে যশোর কালেক্টরেট মিলনায়তনে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইন মেনে চলতে হবে, মব জাস্টিস আর কখনোই বরদাস্ত করা হবে না।  যদি কিছু বলার থাকে তা হলে আইনের সাহায্য নিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন , পুলিশকে আরও সক্রিয়ভাবে মাঠে নামাতে হবে , তবে সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না।  ঘুষ-তেলবাজি বন্ধ করতে হবে , যাতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষভাবে কাজ করতে পারে।  কমিউনিটি পুলিশিং বাড়াতে হবে , যাতে জনগণ ও পুলিশের সম্পর্ক আরও দৃঢ় হয়।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930