বাকৃবি কেন্দ্রীয় লাইব্রেরিতে জিয়াউর রহমানের জীবনীভিত্তিক বই প্রদান | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

ময়মনসিংহ

বাকৃবি কেন্দ্রীয় লাইব্রেরিতে জিয়াউর রহমানের জীবনীভিত্তিক বই প্রদান

ক্যাম্পাস প্রতিনিধি, বাকৃবি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ | ৬:৩০ পিএম

বাকৃবি কেন্দ্রীয় লাইব্রেরিতে জিয়াউর রহমানের জীবনীভিত্তিক বই প্রদান

ছবি : দৈনিক কলিকাল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, আদর্শ ও অবদান নিয়ে লেখা বিভিন্ন গবেষণাধর্মী বই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রদান করা হয়েছে।

বাকৃবি ছাত্রদলে আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আজ মঙ্গলবার দুপুর ০১ টায় এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে বইগুলো লাইব্রেরির পরিচালনা পর্ষদের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন,
“শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, রাষ্ট্রনায়ক এবং দেশপ্রেমিক রাজনীতিক। তাঁর জীবন ও দর্শন শুধু ইতিহাস নয়, বরং ভবিষ্যতের দিকনির্দেশনা। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ ও সংগ্রামের কথা জানাতে হলে পাঠ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। এই বইগুলো সেই প্রয়াসকে এগিয়ে নেবে।”

তিনি আরো বলেন—“আমাদের তরুণ সমাজ আজ ইতিহাস বিমুখ হয়ে পড়ছে। তারা যেন প্রকৃত ইতিহাস জানতে পারে, সেজন্য গ্রন্থাগারে এমন মূল্যবান সংগ্রহ থাকা অত্যন্ত প্রয়োজনীয়। জিয়াউর রহমানের মতো একজন জাতীয় নেতার জীবনী পাঠ নতুন চিন্তার দুয়ার খুলে দিতে পারে।”

তিনি আরও যোগ করেন– “বিগত স্বৈরাচার হাসিনার শাসনকালে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দোয়ায় ষড়যন্ত্রে লিপ্ত ছিল, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু করে সকল স্হানে তারা স্বাধীনতার ঘোষক-বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার কোন বই প্রদর্শনীতে বাধা দেয় যার ফলে সাধারণ শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত ছিল। আমাদের এই উদ্যোগ তরুণ সমাজকে দেশের ইতিহাস ও রাষ্ট্রনির্মাণে শহীদ জিয়ার অবদান সম্পর্কে জানার সুযোগ করে দিবে।”

এদিন লাইব্রেরিকে উপহার দেওয়া বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:

“জিয়াউর রহমান : একজন মুক্তিযোদ্ধার রোজনামচা”
“জিয়াউর রহমান : বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন”
“ছোটদের জিয়াউর রহমান”
“বাংলাদেশী জাতীয়তাবাদ ও তারেক রহমান”
“জোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল”
“জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস”
“শহীদ জিয়া-বি এন পি ও বাংলাদেশের রাজনীতি”
“রাষ্ট্রনায়ক জিয়া: বাংলাদেশ ভাবনায়”
“জিয়ার রাষ্ট্রদর্শন ও বাংলাদেশ”
“স্বাধীনতার ঘোষক” এবং
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের লেখা বই- “আমার রাজনীতির রুপরেখা”।

লাইব্রেরিয়ান মো. বোরহান উদ্দিন বইগুলো গ্রহণকালে বলেন—
“এই বইগুলো আমাদের সংগ্রহকে সমৃদ্ধ করবে এবং পাঠকদের ইতিহাস জানতে আগ্রহী করে তুলবে। আমরা কৃতজ্ঞ এই মহতী উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে।”

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930