কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ | ৩:০৩ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিলাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়।
নিহত পিলাক রঞ্জন ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অথ্যয়নরত ছিলেন। তিনি ময়মনসিংহের টি এন রায় রোডের রঞ্জন সরকারের ছেলে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বার বাসার নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঐ শিক্ষার্থীর ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঐ বাসায় কয়েকজন মিলে ভাড়া থাকতেন। এটা হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো জানা যাননি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।