'সাগর-রুনি হত্যার নথি পুড়ে যাওয়ার সংবাদ সঠিক নয়' | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

‘সাগর-রুনি হত্যার নথি পুড়ে যাওয়ার সংবাদ সঠিক নয়’

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ | ২:৫৮ পিএম

‘সাগর-রুনি হত্যার নথি পুড়ে যাওয়ার সংবাদ সঠিক নয়’

ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আংশিক আগুনে পুড়ে গেছে বলে যে সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার তদন্তের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার সংবাদ প্রচার করছেন, যা সঠিক নয়।’

তিনি আরও জানান, আদালতে নথি পুড়ে যাওয়ার কোনো বিষয় বলা হয়নি। বরং এডিশনাল অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ আদালতকে জানান, ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলি হওয়ায় পুরোনো নথিগুলো খুঁজে পেতে সময় লাগছে।

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, কোনো নথি পুড়ে গেছে এ ধরনের নিউজ সঠিক নয়।

মঙ্গলবার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করতে টাস্কফোর্স আর ৬ মাসের সময় চেয়েছেন হাইকোর্টে। আদালত তা মঞ্জুর করেছেন।

আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত চেয়ে আনা রিটের আদেশ মডিফিকেশন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে এ আদেশ দেয় উচ্চ আদালত। বিষয়টি নিয়ে শুনানিতে হাইকোর্ট বলেন, ‘আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেয়া এবারের ছয় মাস মানে ছয় মাস।’ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য হাইকোর্টে দিন ধার্য ছিল।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930