বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ | ৪:২৬ এএম
জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি এখন আলোচনার শীর্ষ সারিতে। দর্শকনন্দিত এ নায়িকাকে কখনো পেশাগত কাজ, আবার কখনও ব্যক্তিগত কারণে দেশ-বিদেশ ঘুরতে দেখা যায়। কিছুদিন আগেই মিম ভ্রমণে গিয়েছিলেন থাইল্যান্ডে। আর সেখানেই সেখান থেকে একগুচ্ছ স্থিরচিত্র শেয়ার করে আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে মিমকে সুইমিংপুলের পানিতে দেখা যাচ্ছে। যেখানে বেশ খোশমেজাজে তিনি। এর ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘পুলে রিল্যাক্স করাই আমার থেরাপি।’
ছবিতে মিমের সঙ্গে আছেন তার স্বামী সনি পোদ্দারও। ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য লেখেননি মিম।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।
এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এ নায়িকা।
মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ মুক্তি পায়। এখনও বেশ কয়েকটি নতুন সিনেমার প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলেও জানালেন তিনি। শিগগিরই আসবে সেসব সিনেমার ঘোষণা।