কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ | ১১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়ায় দুই এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে জুলহাস উদ্দিন নামের এক শিক্ষককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জুলহাস উদ্দিন নড়িয়া পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজ ছিল গণিত পরীক্ষা। দুপুর সাড়ে ১২টার দিকে ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজে দুই এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করেছিল জুলহাস। পরে ওই দুই শিক্ষার্থী অভিযোগ করলে পুলিশ ওই স্থান থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে ভ্রম্যমান আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার কাছে অভিযোগের কপি দেন। পরে পুলিশ জুলহাসকে আটক করেন এবং কারাদণ্ড দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।