নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ | ৪:০৪ পিএম
ছবি : কলিকাল
জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ নকলা উপজেলা উল্লেখযোগ্য পরিমাণ পুরষ্কার অর্জন করেছে।
আজ সোমবার (২১ এপ্রিল) শেরপুর জেলা পর্যায়ে পাঁচটি উপজেলার সম্মিলিত অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে, দৌড় প্রতিযোগিতায় কৈয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. জামিরুল তৃতীয় স্থান অর্জন করে। অংক দৌড় প্রতিযোগিতায় খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুর নবী দ্বিতীয় স্থান অর্জন করে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে উপস্থিত বক্তৃতায় কৈয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন ইলহাম স্নিগ্ধ প্রথম স্থান অর্জন করে।
চিত্রাঙ্কনে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিয়া জান্নাত নেকি দ্বিতীয় স্থান অর্জন করে। সংগীত প্রতিযোগিতায় অনুশ্রী সূত্রধর ২য় স্থান, মোশাররাত তাসনীম রায়তা নৃত্য ও কাবিং-এ ২য় স্থান অর্জন করে।
এছাড়া অপরাজিতা সাহা ইংরেজি কুইজে ১ম, সাধারণ জ্ঞানে ইসরাক জাহান স্বর্ণা ১ম, তারিক জামাল ফুয়াাদ সাধারণ জ্ঞানে ১ম, দেবলিনা বণিক গণিত কুইজে ১ম এবং তানাস আবনাফ অভয় ইংরেজি কুইজ প্রতিযোগিতায় শীর্ষ স্থান অর্জন করে নেয়।
অপরদিকে নারায়নখোলা পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সামিন ইয়াসার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে গণিতে প্রথম এবং বাংলা বিষয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
এসময় শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম ও নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ আরও অনেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।