ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ | ১২:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
সিলেট টেস্টের প্রথম দিন বাংলাদেশের ১৯১ রানের জবাবে বিনা উইকেটে ৬৭ রান তুলে চালকের আসনে বসেছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিনের সকালের সেশনে প্রতিপক্ষের ৪ ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে ফেরার আশা জাগিয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান। সফরকারীরা এখনো ৫৮ রানে পিছিয়ে আছে। শন উইলিয়ামস ৩৩ ও ওয়েসলি মাধভেরে ৪ রানে অপরাজিত আছেন।
সোমবার (২১ এপ্রিল) সকাল সকাল আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা-হাসান মাহমুদরা। মাত্র ১৯ রানের মধ্যে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নেন তারা।
দিনের শুরুতেই তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন (১৮)। তার তিন ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট।
পরের ওভারেই হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি। অফস্টাম্প উড়ে যায় নিক ওয়েলচের (২)। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের দলীয় ১২৯ রানের মাথায় নাহিদ রানা তৃতীয় উইকেটের দেখা পান। তার ব্যাক অফ আ লেন্থ ডেলিভারি গ্রেইগ আরভিনের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়ে। বাংলাদেশের হালকা আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আলট্রা এজে স্পষ্ট স্পাইক দেখা যাওয়ায় তৃতীয় আম্পায়ার আউট দেন।