কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ | ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, “ডিসেম্বরে নির্বাচন না দিলে ইউনুসের পু*টকিতে পেট্রোল বোমা মেরে দিবো। বাণীতেঃ Ruhul Kabir Rizvi”।
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ডিসেম্বরে নির্বাচন না দিলে ইউনুসের পু*টকিতে পেট্রোল বোমা মেরে দিবো” শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করেননি। প্রকৃতপক্ষে রুহুল কবির রিজভীর নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে আলোচিত বাক্যটি পোস্ট করা হলে তা রুহুল কবির রিজভীর আসল মন্তব্য দাবিতে পরবর্তীতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলেও তাতে আলোচিত দাবিটির সপক্ষে কোনো বিস্তারিত নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি।
পরবর্তীতে এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘Ruhul Kabir Rizvi’ নামের একটি ফেসবুক পেজে গত ১৬ এপ্রিলে “ডিসেম্বরে নির্বাচন না দিলে ইউনুসের পু*টকিতে পেট্রোল বোমা মেরে দিবো।” শীর্ষক লেখাটি পোস্ট হতে দেখা যায় যা এ বিষয়ে সম্ভাব্য প্রথম পোস্ট। রুহুল কবির রিজভী’র নামে পরিচালিত উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি তাতে প্রায় ১৫০০ ফলোয়ার রয়েছে এবং এটি গত ২৭ ডিসেম্বরে তৈরি করা হয়েছে। (উল্লেখ্য, গত ১৮ এপ্রিল পেজটির প্রোফাইল ছবি পরিবর্তন করা হয়েছে)
উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে এটি রুহুল কবির রিজভী’র নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ। উল্লেখ্য যে, রুহুল কবির রিজভী’র কোনো অফিশিয়াল ফেসবুক পেজ নেই।