ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ | ১০:৫৩ এএম
ছবি : সংগৃহীত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) রাতে শাবিপ্রবির গোলচত্বর সংলগ্ন এলাকায় এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শুভ, গণিত বিভাগের শিক্ষার্থী মো. হাফিজ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো.শুয়াইবসহ আরো ২৫-৩০ জন।