কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ | ৪:৫২ এএম
ছবি : সংগৃহীত
রোববার (২০ এপ্রিল) সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধান সংস্কারের সব বিষয় নিয়ে আলোচনা শেষ হয়নি জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, ২২ এপ্রিল তারা আবারও আলোচনায় বসবেন। আজকের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন এবং কিছু বিষয়ে একমত পোষণ করেছেন।
এর মধ্যে স্থানীয় সরকার শক্তিশালীকরণ অন্যতম।
স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত জানিয়েছে। স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধানে উল্লেখ করার জন্য কমিশনের প্রস্তাবে নীতিগত সম্মতি দিলেও বিএনপি মনে করে, এটি আইনের মাধ্যমে করাটা অধিকতর সংগত হবে। তারা স্থানীয় সরকার ইনস্টিটিউট এবং জেলা সমন্বয় কাউন্সিলও আইনের মাধ্যমে গঠনের পক্ষে মত দিয়েছে এবং এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় প্রতীক
বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত।