তারেক আহসান
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ | ৭:৩২ এএম
ছবি ডিজাইন : দৈনিক কলিকাল
আজ বাংলা নববর্ষের প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখ। অসাম্প্রদায়ীক বাঙালি জাতির এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক উৎসবের দিন। এই দিনটি শুধু ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের বার্তা দেয় না, বরং এটি বাঙালির প্রাণের উচ্ছ্বাস, ঐতিহ্য আর সংস্কৃতির মূর্ত প্রতীক।
পহেলা বৈশাখ শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি বাঙালি জাতির আত্মপরিচয়েরও বহিঃপ্রকাশ। এই দিন আমাদের শেকড়ের সন্ধান দেয়, নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। তাই পহেলা বৈশাখ আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ও অর্থবহ দিন।
আসুন, আজ এই দিনে, খাঁটি বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে বুকে ধারণ করে, পুরনো জীর্ণতা দূরীভূত করণের মাধ্যমে, সুন্দর ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার শপথ নিই।
শুভ নববর্ষ-১৪৩২
অধ্যাপক তারেক আহসান
সম্পাদক, দৈনিক কলিকাল।