নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ | ৯:৫০ এএম
ছবি : কলিকাল
চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রাম ছেয়ে গেছে গোলাপের নান্দনিক সৌন্দর্য আর সৌরভে। এসব গ্রামে বাড়ছে বাণিজ্যিকভাবে চায়না গোলাপের চাষ। দৃষ্টিনন্দন গোলাপের বাগান স্থানীয়দের নজর কাড়ছে। ব্যাপক চাহিদা থাকায় আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছেন চাষীরা, তেমনি সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। চুয়াডাঙ্গা এখন বাণিজ্যিক গোলাপ চাষের নতুন ঠিকানা।
ফসলের ক্ষেত বদলে গেছে ফুলের বাগানে। মাঠ জুড়ে সারি সারি গোলাপের গাছ। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামে এখন এমন নান্দনিক দৃশ্য। বাণিজ্যিকভাবে চায়না গোলাপের চােেষ ঝুঁকছে চাষীরা। প্রতিবিঘা জমিতে এই গোলাপ চাষে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়। তবে প্রথম বছরই প্রতি বিঘা থেকে ৬ থেকে ৭ লাখ টাকার গোলাপ বিক্রি হচ্ছে। একবার চারা রোপণ করলে কয়েক বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। পরিচর্যা খরচও কম।
পহেলা বৈশাখ, ভালোবাসা দিবসসহ বিশেষ দিনগুলোতে এই গোলাপের চাহিদা ও দাম বেড়ে যায়। চাষীদের মতে, চায়না গোলাপ আকারে বড়, পাপড়ির রং গাঢ় এবং স্থায়িত্ব ২০ দিন পর্যন্ত হওয়ায় ক্রেতাদের কাছে এর কদর বেশি।
চুয়াডাঙ্গার উর্বর মাটি এবং অনুকূল জলবায়ু চায়না গোলাপ চাষের উপযোগী। স্থানীয় কৃষি বিভাগ চাষীদের আধুনিক চাষপদ্ধতির প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।