লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ | ১:১৩ এএম
ছবি : সংগৃহীত
বাড়িতে তৈরি কোরিয়ান ফেসপ্যাক ব্যবহার করুন। এতে প্রডাক্ট কেনার টাকাও বেঁচে যাবে আর ত্বক পাবেন বে সুজি, কিম জি ওয়ানদের মতো।
ভাতের ফেসপ্যাক
দক্ষিণ কোরিয়ার একাধিক স্কিন কেয়ার প্রোডাক্টে ভাত, চাল ভেজানো পানি, এমনকি ভাতের ফ্যানও ব্যবহার হয়। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ভাত দুর্দান্ত কাজ করে। এক চামচ সেদ্ধ করে রাখা ভাতের সঙ্গে দুধ ও মধু মিশিয়ে পেস্ট করে নিন। মিশ্রণটি একদম মসৃণ হওয়া চাই। এই ফেসপ্যাক ত্বকের ওপর লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর হালকা হাতে মালিশ করে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক বানিয়ে ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন। রোজ একটু করে মুখে মেখে নিলেই ত্বক নরম তুলতুলে হয়ে উঠবে।
গ্রিন টিয়ের ফেসপ্যাক
গ্রিন টি খেলে যেমন ত্বক ভালো থাকবে, তেমনই মুখে মাখলেও জেল্লা ফুটে উঠবে। তবে, গ্রিন টি ফোটাতে হবে অন্য ভাবে। চাল ধোয়া পানি ফেলবেন না। ওই পানি গরম করে নিন। এর পর গ্রিন টিয়ের ব্যাগ ডুবিয়ে দিন। তৈরি গ্রিন টিয়ের ফেসপ্যাক। এই টোনার কাম ফেসপ্যাক স্প্রে বোতলে ভরে নিন। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কারের পর এই গ্রিন টিয়ের টোনার মুখে স্প্রে করে নিন। কিংবা তুলোর বল দিয়েও মুখে মেখে নিতে পারেন গ্রিন টিয়ের ফেসপ্যাক। মিনিট বিশ পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। ব্যস এই উপায়ে রোজ মেনে চললেই ত্বক থাকবে একদম ব্রণ, দাগ ছোপ মুক্ত।