কলিকাল ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ | ৭:৪৪ এএম
ছবি : সংগৃহীত
চিকিৎসা শুরুর ১৭ দিন পর হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া।
শুক্রবার রাত ৩টায় (লন্ডন সময় রাত ৯টা) দ্য লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। আপাতত বাসায় চলবে চিকিৎসা। প্রয়োজন পড়লে যাবেন হাসপাতালে। তবে স্বাস্থ্যঝুঁকির কারণে তাঁর লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি।
শুক্রবার সন্ধ্যায় লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য জানান। তিনি বলেন– ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় লিভার প্রতিস্থাপনের অনুমতি দেননি চিকিৎসকরা।’